টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
যেভাবে গুগল ম্যাপে যুক্ত করবেন বাড়ির সড়ক

যেভাবে গুগল ম্যাপে যুক্ত করবেন বাড়ির সড়ক

টেক জায়ান্ট কোম্পানি গুগল এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে চমৎকার একটি ফিচার। এর মাধ্যমে আপনি চাইলেই আপনার বাড়ির সড়ক নিজেই গুগল ম্যাপে যুক্ত করতে পারবেন।

জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ম্যাপের নতুন এই ফিচারের মাধ্যমে যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা একে তার নামকরণ পর্যন্ত করতে পারবেন আপনি। শুধু তাই নয়, রাস্তার ভুল নাম সংশোধন, ভুল রাস্তা ম্যাপ থেকে মুছে দেওয়া বা রাস্তার স্থান পরিবর্তন করার মতো একাধিক সুবিধা মিলবে নতুন এই ফিচারে।

গুগলের এক ব্লগ পোস্ট অনুযায়ী, নতুন এই ফিচার ‘ড্রয়িং’ অপশন হিসেবে থাকবে। যা একেবারে মাইক্রোসফট পেইন্টের লাইন টুলের মতো।

গুগল জানিয়েছে, আগামী মাসেই কমপক্ষে ৮০টি দেশে এই ফিচার চলে আসবে। ম্যাপে রাস্তা যোগ করতে হলে ব্যবহারকারীদের একটি পিন ড্রপ করে সেই রাস্তা বরাবর পিন ড্রাগ করে সংশ্লিষ্ট নাম দিয়ে সাবমিট করতে পারবে। মানুষের সুবিধার্থেই এই পদক্ষেপ বলে জানিয়েছে গুগল।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital