টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন মিয়ানমার সেনাপ্রধান

আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন মিয়ানমার সেনাপ্রধান

দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের আসন্ন সম্মেলনে যোগ দিচ্ছেন মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং।

শনিবার থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। আগামী ২৪ এপ্রিল ইন্দোনেশিয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

আসিয়ান সম্মেলনে মিন অং হ্লাইংয়ের অংশগ্রহণের বিষয়ে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাঙ্গরাত বলেন, জাকার্তায় আসিয়ান সম্মেলনে জোটের ১০ দেশের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। এর মধ্যে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং রয়েছেন। তবে জান্তা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই সম্মেলনে অংশ নিলে এটাই হবে জান্তা প্রধানের প্রথম বিদেশ সফর।

মিয়ানমাারে দুই মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভে মানুষের ওপর গুলি চালিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচিত হয়েছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর পাশাপাশি আসিয়ান সদস্যরাও জান্তার প্রতি রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছে। মিয়ানমারের প্রতিবেশী দেশগুলো আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের আহ্বান জানালেও জান্তা সরকার তেমন আগ্রহ দেখাচ্ছে না।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital