মঙ্গলবার সকাল ৮টায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মাদক কারবারি শহরের চকসূত্রাপুর এলাকার মৃত নারায়ন চন্দ্রের ছেলে। র্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, বগুড়া শহরের কলোনী এলাকার ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান চালিয়ে শ্রী রাজেশ কুমারকে ২০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন জায়গায় চোরাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।
র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।