আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের উপস্থিতিতে হোটেলটি সিলগালা করা হয়। একই অভিযোগে বুধবার রাতে চুয়াডাঙ্গা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার- টিটিসিতে কোয়ারেন্টাইনে থাকা একাধিক ভুক্তভোগী বিক্ষোভ করে। জেলা প্রশাসন সূত্র জানায়, চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে বৈধ উপায়ে ভারতে গিয়ে আটকা পড়া বাংলাদেশিদের সম্প্রতি দেশে ফিরিয়ে নিতে সরকারিভাবে উদ্যোগ নেয়া হয়। তাদের নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়। দেশে ফিরে তারা জেলার কয়েকটি সরকারি স্থাপনাসহ ব্যক্তি মালিকানাধীন একাধিক আবাসিক হোটেলে কোয়ারেন্টাইন করছেন।
স্থানীয় তিনটি হোটেলকে তাদের খাবার সরবরাহের দায়িত্ব দেয়া হয়। এর মধ্যে টিটিসিতে কোয়ারেন্টাইনে থাকা একাধিক ভুক্তভোগী বুধবার রাতে পচা দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনের অভিযোগ তুলে বিক্ষোভ করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান জানান, নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ তদন্ত করে কিছুটা সত্যতা মেলে। এ কারণে ‘মেহমান’ হোটেলের চুক্তি বাতিলসহ হোটেলটি সিলগালা করে দেয়া হয়েছে।