Stranded domestic flight passengers wait for updates at the airport in Manila on August 4, 2020, after all domestic flights were cancelled following new restrictions to combat the COVID-19 coronavirus outbreak. - More than 27 million people -- a quarter of the Philippine population -- were give 24-hours notice of the new restrictions that have shuttered many businesses, halted public transport and grounded flights in the capital and four surrounding provinces as the government battles to rein in the virus. (Photo by Ted ALJIBE / AFP)
সৌদি আরবে কর্মী পাঠানো বন্ধ করে দিয়েছে ফিলিপিন্স। সৌদিতে পৌঁছানোর পর নিয়োগকর্তা করোনা শনাক্ত পরীক্ষা, কোয়ারেন্টাইন ও বীমার জন্য কর্মীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ আসার পর এই সিদ্ধান্ত নিয়েছে ম্যানিলা। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে ফিলিপাইন থেকে সৌদি আরব যেতে চাওয়া কতজন শ্রমিক প্রভাবিত হবে তা জানা যায়নি। তবে দশ লাখের বেশি ফিলিপিনো সৌদি আরবে কাজ করেন। বেশিরভাগ নির্মাণ শ্রমিক বা গৃহকর্মী অথবা নার্স। তবে নিয়োগ বন্ধের ব্যাপারে সৌদিতে নিয়োজিত ফিলিপাইনের দূতাবাস কোনো মন্তব্য করেনি।