টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
৩ সন্তান নীতির অনুমোদন ‍দিয়েছে গণচীন

৩ সন্তান নীতির অনুমোদন ‍দিয়েছে গণচীন

জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় চীনা নাগরিকদের তিনটি সন্তান নিতে নতুন আইন অনুমোদন করেছে চীন সরকার

এতে তারা সরকারি কোনো বাধার সম্মুখীন হবেন না। জনসংখ্যা বৃদ্ধির লাগাম টানতে ২০১৬ সালে চীনে এক-সন্তান নীতিগ্রহণ করে। এতে বলা হয়, একের অধিক সন্তান হলে তারা সরকারি সুযোগ-সুবিধা পাবেন না বলে তখন প্রজ্ঞাপণ জারি করা হয়েছিল। পরে তা দুই সন্তান পর্যন্ত শিথিল করা হয়েছিল। কিন্তু জাপান আর ইতালির মতো জন্মহার আশঙ্কাজনক হারে করে যাওয়ায় চীন সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে এসে এখন তিন-সন্তান নীতি অনুমোদন করেছে।

মে মাসের শুরুর দিকে চীনে একটি জরিপে দেখা যায়, ১৯৫০ সালের পর এই প্রথম জন্মহার সবচেয়ে কম। এতে দেখা যায়, ২০২০ সালে চীনা নারীদের সন্তান জন্ম দেয়ার হার ছিল ১ দশমিক ৩। এ কারণে জন্মহার বাড়াতে দম্পতিদের তিন সন্তান নেয়ার অনুমোদন দেয়া হয় দেশটিতে।

 

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital