কোপা আমেরিকার আয়োজকরা জানিয়েছেন, নতুন করে আরও ১৬ জকরোনায় আক্রান্ত হয়েছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত ইভেন্টের সঙ্গে জড়িত ৬,৯২৬ জনের করোনা টেস্ট করানো হয়েছে। এদের মধ্যে ৩৭ জন খেলোয়াড়, ৪৫ জন কর্মী রয়েছেন। এতে কোপায় অংশগ্রহনকারী ১০ দলের মধ্যে ৫ দলেই হানা দিয়েছে এই ভাইরাস। দলগুলো হচ্ছে- ভেনেজুয়েলা, বলিভিয়া, কলম্বিয়া, পেরু ও চিলি।
এছাড়া টুর্নামেন্টের সবগুলো আয়োজক শহর রিও ডি জেনিরো, ব্রাসিলিয়া, কুইয়াবা ও গোয়ানিয়ায় বেড়েছে করোনা সংক্রমণের হার।