টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
যুদ্ধবিরতির পর গাজায় চতুর্থ দফায় ইসরাইলের বিমান হামলা

যুদ্ধবিরতির পর গাজায় চতুর্থ দফায় ইসরাইলের বিমান হামলা

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতির মধ্যেই আবার অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। যুদ্ধবিরতির প্রায় দেড় মাসের মাথায় চতুর্থবারের মতো শনিবার রাতে ইসরাইলি বাহিনী এই হামলা চালালো।

খবরে বলা হয়, শনিবার বিকেলে গাজা সীমান্তে এশকল আঞ্চলিক কাউন্সিলে আগুনে বেলুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনার পর হামাসের রকেট নিক্ষেপের কেন্দ্র ও অস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এর আগে ১০ মে জেরুসালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপনে ইসরাইলি আদালতের আদেশ এবং এর প্রতিবাদে মসজিদুল আকসাসহ বিভিন্ন স্থানে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি হামলার জেরে গাজা নিয়ন্ত্রণকারী স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ১১ দিনের টানা সংঘর্ষে ইসরাইলি সামরিক বাহিনীর আগ্রাসনে গাজায় ৬৬ শিশুসহ অন্তত ২৫৭ ফিলিস্তিনি নিহত ও এক হাজার নয় শ’ ৪৮ জন আহত হয়। অপরদিকে ইসরাইলি ভূখণ্ডে হামাসের রকেট নিক্ষেপে দুই শিশুসহ ১৩ ইসরাইলি নিহত ও সাত শ’ ৯৬ জনের বেশি আহত হয়েছেন।

টানা ১১ দিন সংঘর্ষের পর মিসরের মধ্যস্থতায় ২১ মে থেকে ইসরাইলের সাথে যুদ্ধবিরতিতে যায় হামাস।

সূত্র : ফিলিস্তিনি ও ইসরাইলি সংবাদমাধ্যম

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital