টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
বঙ্গমাতার জন্ম দিনে নওগাঁর আত্রাইয়ে সাত নারী পেলেন সেলাই মেশিন

বঙ্গমাতার জন্ম দিনে নওগাঁর আত্রাইয়ে সাত নারী পেলেন সেলাই মেশিন

বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিবের ৯১ তম জন্মদিনে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রসাশনের সার্বিক সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত অসহায়,দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রোববার (8 আগষ্ট)আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা শেষে করোনা ভাইরাস দূরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মেনে এ সব সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ওই অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিবের জীবণ নিয়ে আলোচনা করা হয়।পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলার সাত জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত সাত অসহায়,দুস্থ
নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান করেন।আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ। সভায় আরো উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন,সাবেক মুক্তি যোদ্ধা কমন্ডার আকতারুজ্জামান আকতার, উপজেলা সমবায় অফিসার নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েলসহ উপজেলা সকল দপ্তর প্রধান এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital