প্রবাসী কল্যাণ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংক ৩টি পদে মোট ২৭৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।
অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ৪ জানুয়ারি থেকে। আবেদন করা যাবে ২১ জানুয়ারি পর্যন্ত। সোমবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যেসব পদে নিয়োগ দেয়া হবে
পদের নাম: সিনিয়র অফিসার
পদসংখ্যা: ৮১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল: ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা
পদের নাম: অফিসার (সাধারণ)
পদসংখ্যা: ১১২টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল: ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা
পদের নাম: অফিসার (ক্যাশ)
পদসংখ্যা: ৮৬টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল: ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা
আবেদন ফি: ২০০ টাকা।
চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ১ মার্চ ২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে www.erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন।