বৃহস্পতিবার ১১ জেলায় যে নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে, তার মধ্যে লক্ষ্মীপুরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মো. আনোয়ার হোসেন আকন্দ। এর আগে আনোয়ারের বড় ভাই মোহাম্মদ কামরুল হাসান ২০১৯ সালের ৩১ অক্টোবর থেকে হবিগঞ্জের ডিসির দায়িত্বে আছেন।
নতুন ডিসির দায়িত্ব পাওয়া আনোয়ার হোসেন বলেন, ‘তারা নয় ভাই-বোনের ছয়জন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন। নয় ভাই-বোনের মধ্যে চারজন বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম শ্রেণির সরকারি চাকরিতে যোগ দিয়েছেন। একজন সরকারি একটি প্রকল্পে চাকরি করছেন। পড়াশোনা শেষ করে তিনজন সরকারি চাকরির চেষ্টা করছেন। এক ভাই বেশি দূর পড়াশোনা করেননি।’
এই দুই জেলাপ্রশাসকের বাবা রেলওয়ের স্টেশন মাস্টার হিসেবে ২০০৫ সালে অবসরে গেছেন। তদের পরিবার ময়মনসিংহের সদর উপজেলায় বিদ্যাগঞ্জের কুষ্টিয়া নামাপাড়া গ্রামে থাকেন।
আনোয়ারের ডিসি হিসেবে নিয়োগ পাওয়ার খবরে হবিগঞ্জের ডিসির দায়িত্বে থাকা বড় ভাই কামরুল হাসান খুব খুশি হয়েছেন বলে জানান তিনি। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষের সেবা করার জন্য আমাদের সুযোগ দিয়েছেন সরকার আমাদের উপর আস্থা রেখে গুরুত্বপূর্ণ দায়িত্বে দিয়েছে, আমরা সেভাবেই মানুষের সেবা করার চেষ্টা করবো।’
প্রসঙ্গত, বড় ভাই কামরুল ২০তম বিসিএসে প্রথমে শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে পরের বার ২১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে চাকরি পান। মো. আনোয়ার হোসেন আকন্দ তিনি ২২তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের যোগদান করেন। সূত্র- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম