টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
বয়স স্বল্পতায় ভর্তির আবেদন করতে পারছে না শিক্ষার্থীরা

বয়স স্বল্পতায় ভর্তির আবেদন করতে পারছে না শিক্ষার্থীরা

করোনা পরিস্থিতির কারণে ২০২০ শিক্ষাবর্ষে শহরের বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনির্বাণ স্কুল ও মালেকা একাডেমিসহ জেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর ১৯ হাজার শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে উন্নীত বলে বিবেচনা করা হয়েছে। এসব শিক্ষার্থীদেরকেও দেয়া হয়েছে প্রত্যয়নপত্র।

ফলে এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাশ করে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অধিকাংশেরই বয়স ১১ বছর না হওয়ার কারণে অনলাইন ভর্তির আবেদন করতে পরছেন না। আর যারাও করেছেন তাদের আবেদন অনলাইনে গৃহীত হয়নি। যে কারণে জন্ম নিবন্ধন সংশোধন করে জটিলতা কাটিয়ে সন্তানদের পড়াশোনার ধারবাহিকতা ধরে রাখতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ছুটছেন অভিভাবকরা। এতে অনেক শিক্ষার্থীর লেখাপড়ায় ধারাবাহিকতা ব্যাহত হতে পারে, যা তার পরবর্তী জীবনেও প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে সন্তানদের ভর্তি নিয়ে উদ্বিগ্ন তাদের অভিভাবকেরা।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital