আগামী ১২ মার্চ মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন নবাগত শান্ত খান।
চলচ্চিত্রটির পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাটি সারা দেশের সিনেমা হলে মুক্তি পাবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তি পাওয়া এই সিনেমার গল্পটা দারুণ। আশা করছি দর্শকদের মন ছুঁয়ে যাবে। নতুন এক দীঘিকে দেখতে পাবেন তারা। আমার বিশ্বাস সিনেমাটি সবার ভালো লাগবে।