পরিচালক জানিয়েছেন, আজ সন্ধ্যা কিংবা সন্ধ্যার পরই ছবিটি ওটিটিতে মুক্তি দেওয়া হবে। ছবিটি দেখতে হলে বিঞ্জ অ্যাপটি ডাউনলোড করে সাবস্ক্রিপশন করতে হবে। আর সাবস্ক্রিপশন করতে মাত্র ৫ টাকা লাগবে একদিনের জন্য। ৫ টাকা দিয়েই ছবিটি দেখতে পারবেন দর্শকরা।
তিনি বলেন, এখন দর্শকরা একটু একটু করে ওটিটি প্লাটফর্মে অভ্যস্ত হচ্ছে। নতুন একটা প্লাটফর্মের জন্য প্রথমদিকে কিছুটা ঝামেলা পোহাতে হয় স্বাভাবিক। কারণ, অনেকেই ওটিটি প্লটফর্মের বিষয়টি ঠিক বুঝেন না আবার কীভাবে দেখতে হবে সেটি সম্পর্কেও ধারণা কম থাকে। সময়ের সাথে সাথে এগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবে সবাই। ওটিটির ভবিষ্যত ভালো সামনে।
এর আগে ছবিটির টিজার ও ট্রেলার প্রকাশিত হয়েছে যা প্রথম দর্শনেই প্রশংসা কুড়িয়েছে। এখন দেখার পালা ছবিটি দর্শকদের কতটা মন জয় করতে পারে!
রাফায়েল আহসানের গল্পে এ ছবিতে সজল-তিশা ছাড়া আরও অভিনয় করেছেন শিপন মিত্র, নওশাবা প্রমুখ।